ইসলামি বক্তা আবু ত্ব-হার সন্ধান চেয়ে মানববন্ধন
আলোচিত ইসলামি বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনানসহ তাঁর তিন সঙ্গীর সন্ধানের দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল শহীদ মিনারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সচেতন ছাত্র ও যুবসমাজের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। এতে টাঙ্গাইলের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
নিখোঁজদের দ্রুত সন্ধান পাওয়া না গেলে সারা দেশে গণআন্দোলনের হুঁশিয়ারি দেন আয়োজকরা।
মানববন্ধনে বক্তারা বলেন, তরুণ ও মেধাবী ইসলামি বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনানসহ তাঁর সফরসঙ্গী আব্দুল মুকিত, মোহাম্মদ ফিরোজ ও গাড়িচালক আমির উদ্দিন ফয়েজ নিখোঁজ রয়েছেন। আইন-শৃঙ্খলা বাহিনী এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি।
এ সময় বক্তারা আরও বলেন, পুলিশ চাইলেই সবকিছু সম্ভব হয়। কিন্তু নিখোঁজ আবু ত্ব-হা আদনানদের বেলায় তা হচ্ছে না কেন? এ দেশের নাগরিক হিসেবে নিখোঁজদের সন্ধান চেয়ে দাবি জানানোর অধিকার আমাদের রয়েছে। কিন্তু এতোদিনেও তাদের সন্ধান না পাওয়াটা উদ্বেগজনক। দ্রুত ত্ব-হা ও অন্যদের সন্ধান পাওয়া না গেলে টাঙ্গাইলসহ সারা দেশে গণআন্দোলনের কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা।