উজবেকিস্তানের সঙ্গে বাংলাদেশের বিনিয়োগ বৃদ্ধির সুযোগ রয়েছে : বাণিজ্যমন্ত্রী
উজবেকিস্তানের সঙ্গে বাংলাদেশের বিনিয়োগ বৃদ্ধির সুযোগ রয়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেছেন, উজবেকিস্তান বাংলাদেশের বন্ধু রাষ্ট্র। উভয় দেশের মানুষের মধ্যে সংস্কৃতি ও ধর্মীয় বিষয়ে ব্যাপক আগ্রহ রয়েছে। উজবেকিস্তানের সঙ্গে বাংলাদেশের ব্যবসাবাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির অনেক সুযোগ রয়েছে।
আজ শুক্রবার ঢাকায় একটি হোটেলে বাণিজ্য মন্ত্রণালয় আয়োজিত বাংলাদেশ ও উজবেকিস্তানের মধ্যে সভা শেষে সাংবাদিকদের বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘ঢাকায় উজবেকিস্তানের দূতাবাস স্থাপনের প্রস্তাব দেওয়া হয়েছে। আশা করা যায়, খুব কম সময়ের মধ্যে ইতিবাচক সাড়া পাওয়া যাবে। যোগাযোগ সহজ করতে উভয় দেশের মধ্যে আকাশ পথ চালুর বিষয়েও আলোচনা হয়েছে।’
মন্ত্রী আরও বলেন, ‘ডাবল টেক্সেশন পদ্ধতি উভয় দেশের মধ্যে বাণিজ্যক্ষেত্রে একটি বড় বাধা। এ বিষয়ে উজবেকিস্তান সরকার পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে। আশা করা যায়, এ সমস্যারও সমাধান হবে। এ ছাড়া উজবেকিস্তান থেকে সার আমদানি বিষয়ে আলোচনা হয়েছে।’
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘রোহিঙ্গা ইস্যুতে উজবেকিস্তান বরাবরই বাংলাদেশের পক্ষে কথা বলেছে। আগামীতেও এ সহযোগিতা অব্যাহত রাখবে।’