উপবৃত্তি বহাল রাখার দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি
ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষার্থীদের উপবৃত্তি সুবিধা বহাল রাখার দাবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্মারকলিপি দিয়েছে নীলফামারী সদর উপজেলা স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট। আজ রোববার দুপুরে নীলফামারী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যম এই স্মারকলিপি পাঠায় সংগঠনটির নেতারা।
নীলফামারীতে স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা শাখার সভাপতি আবু মুসা ভূঁইয়া, সদর উপজেলা আহ্বায়ক রবিউল ইসলাম ও সদস্য সচিব এনামুল হক।
স্মারকলিপি সূত্রে জানা যায়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মতো ২০০৩ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত উপবৃত্তির আওতায় ছিল ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষার্থীরা। কিন্তু, ২০২২ সালে প্রাথমিক শিক্ষা অফিসে তালিকা দাখিল করতে গিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা নির্দেশ নেই মর্মে তালিকা গ্রহণ করেননি।
নীলফামারী জেলা স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের সভাপতি আবু মুসা ভূঁইয়া জানান, আগের মতো ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষার্থীরাও যাতে উপবৃত্তির সুযোগ পায়, এজন্য আমরা সারা দেশে একযোগে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছি।
আবু মুসা বলেন, ‘যদি এই সুবিধা বন্ধ হয়ে যায় তাহলে শিক্ষার্থীদের ঝড়ে পড়ার আশঙ্কা রয়েছে।’
এর আগে সকালে সদর উপজেলার রামগঞ্জ এলাকায় মানববন্ধন করে শিক্ষক-শিক্ষার্থীরা।