এই আন্দোলন ক্ষমতার জন্য না, জনগণকে শৃঙ্খলমুক্ত করার : গয়েশ্বর
বিশ্বকে গণতন্ত্র উদ্ধারে পাশে থাকার আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘আমরা অন্য দেশের নাগরিক নই, ডিপ্লোম্যাটদের ডিপ্লোম্যাটিক রুলস মেনে চলতে হবে। আন্তর্জাতিক বিশ্বকে আহ্বান জানাই—গণতন্ত্র উদ্ধারে পাশে থাকুন। আমাদের ক্ষমতা এনে দিতে হবে না। কে ক্ষমতায় আসবে তা জনগণই ঠিক করবে। আমাদের এই আন্দোলন ক্ষমতায় যাওয়ার জন্য না, এই আন্দোলন জনগণকে শৃঙ্খলমুক্ত করার আন্দোলন।’
আজ বুধবার বিকেলে মিরপুর ৬ নং কাঁচাবাজার সংলগ্ন সড়কে দলীয় সমাবেশে গয়েশ্বর এসব কথা বলেন।
গয়েশ্বর বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাহায্য আনতে গিয়ে পায়নি। রাতে ভোট কাটারও লোক তার নেই। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি করেই বিএনপি নির্বাচনে অংশ নেবে। ভোট দেওয়ার প্রস্তুতি নিন। ওরা পরাজিত হবেই। আন্দোলনের জোয়ার শুরু হয়েছে। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে না দিয়ে ঘরে ফিরে যাব না। আন্দোলনে যারা রক্ত দিয়েছেন, তা বৃথা যাবে না। রক্ত দিয়েই গণতন্ত্র উদ্ধার করব।’
বিএনপির এই নেতা বলেন, ‘জনগণ ভোটের মাধ্যমে যাদের দায়িত্ব দেবে, তারাই দেশ চালাবে, যারা জনগণের ভোটে নির্বাচিত নয়, তাদের কাছে কোনো দাবি করে লাভ নেই। আজ জনগণের একটাই দাবি সরকারের পদত্যাগ। শান্তিপূর্ণ কমসূচি দিয়ে কিছু হবে না। লড়াই করে দেশ স্বাধীন করেছি, কাউকে আর স্বৈরাচারী কায়দায় দেশে শাসন করতে দেব না। আমাদের এই আন্দোলন ক্ষমতায় যাওয়ার জন্য না, এই আন্দোলন জনগণকে শৃঙ্খলমুক্ত করার আন্দোলন।’
সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান। ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হকের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, দলের চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, যুব মহাসচিব খায়রুল কবির খোকন, প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী, কেন্দ্রীয় নেতা নাজিমুদ্দিন আলম, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য তাবিথ আউয়াল প্রমুখ।