এবার গাজীপুরে চলন্ত বাসে ডাকাতি-ধর্ষণ, গ্রেপ্তার ৫
কুষ্টিয়া থেকে নারায়ণগঞ্জগামী বাসের পর এবার গাজীপুরের শ্রীপুরে চলন্ত বাসে ডাকাতি ও ধর্ষণের ঘটনা ঘটেছে। তাকওয়া পরিবহণে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পাঁচ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। ধর্ষণের শিকার নারী গতকাল শনিবার শ্রীপুর থানায় মামলা করলে ওই পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়।
গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ ছানোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার করা ব্যক্তিরা হলেন—রাকিব মোল্লা (২৩), সুমন খান (২০), সজিব (২৩), সুমন হাসান (২২) ও শাহিন মিয়া (১৯)।
মোহাম্মাদ ছানোয়ার জানান, শুক্রবার দিনগত মধ্যরাতে এক দম্পতি নওগাঁ থেকে গাজীপুর মহানগরীর বাসন থানাধীন ভোগড়া-বাইপাস মোড়ে আসেন। তাঁরা ময়মনসিংহের ভালুকা থানাধীন স্কয়ার মাস্টারবাড়ী যাওয়ার জন্য সেখান থেকে তাকওয়া পরিবহনের একটি বাসে ওঠেন। বাসটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা মোড়ে এসে পৌঁছালে সব যাত্রীকে বাস থেকে নামিয়ে দেয় চালক ও হেলপার। পরে ওই নারী ও তাঁর স্বামীকে নিয়ে বাসটি শ্রীপুরের মাওনা চৌরাস্তার উদ্দেশে যাত্রা করে।
মোহাম্মাদ ছানোয়ার আরও জানান, পথে চালকের সহকারী এবং তাঁর সহযোগীরা ওই নারী ও তাঁর স্বামীর কাছ থেকে মোবাইল, ১০ হাজার টাকা, খাবার সামগ্রীসহ মালামাল ছিনিয়ে নেয়। একই সঙ্গে ওই নারীর স্বামীকে বাসের ভেতরে মারধর করে রাস্তায় ফেলে দেয়। এরপর মাওনা চৌরাস্তার দিকে চলতে থাকে বাস। সেই চলন্ত বাসে ওই নারীকে দলগত ধর্ষণ করা হয়।
এদিকে, ওই নারীর স্বামী ঘটনাটি শ্রীপুর থানা পুলিশকে অবহিত করলে পুলিশ বাসটির খোঁজ নিতে থাকে। পরে বাসটি মাওনা উড়াল সেতুর নিচ দিয়ে ইউটার্ন নিয়ে ফের চান্দনা চৌরাস্তার দিকে রওনা হয় এবং মহানগরের রাজেন্দ্রপুর এলাকার ভাওয়ালগড়ের নির্জন স্থানে পৌঁছালে ওই নারীকে নামিয়ে বাসটি নিয়ে চান্দনা চৌরাস্তার দিকে চলে যায়।
পরে ভুক্তভোগী নারী কয়েক কিলোমিটার পথ হেঁটে জয়দেবপুর থানায় গিয়ে ঘটনাটি জানালে শ্রীপুর, জয়দেবপুর ও গাজীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ আসামিদের গ্রেপ্তারে তৎপরতা চালায়। পরে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচ জনকে গ্রেপ্তার করে গাজীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে লুটের চার হাজার টাকা, মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে।