কক্সবাজারে জনবসতি ও ফলদ বাগান রক্ষার দাবিতে মানববন্ধন
কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালংয়ের পেঁচারদ্বীপে জনবসতি ও ফলজ বাগান রক্ষার দাবি উঠেছে। এই দাবিতে অনুষ্ঠিত হয়েছে মানববন্ধন। আজ শনিবার (২৮ জানুয়ারি) সকালে পেঁচারদ্বীপের মেরিনড্রাইভ সড়কের পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন থেকে পেঁচারদ্বীপ মৌজার ২নং সিটে জনবসতি ও ফলদ বাগান রক্ষা করে পাশের ৩নং সিটের খালি জমি অধিগ্রহণের দাবি জানানো হয়। পাঁচ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে অনুষ্ঠিত ওই মানববন্ধনে বক্তব্য দেন আবুল হোসেন, সৈয়দ আলমসহ স্থানীয়রা।
বক্তারা বলেন, ‘পূর্বপুরুষ থেকে বসবাস করা খতিয়ানভুক্ত এই স্থান ছাড়া তাদের মাথা গোঁজার আর কোনো ঠাঁই নেই। ইতোপূর্বে সমুদ্র গবেষণা কেন্দ্র নির্মাণের সময় উচ্ছেদ করা পরিবারগুলোর এখনও পুনর্বাসন করা হয়নি।’
উপস্থিত জনতা পেঁচারদ্বীপ মৌজার ২নং সিটের ফলজ বাগানসহ জনবসতি অধিগ্রহণ না করে পাশে ৩নং সিটে খালি জমি সমুদ্র গবেষণা কেন্দ্রের উন্নয়নের জন্য অধিগ্রহণ করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।