কাউখালীতে নির্বাচনি সহিংসতায় দুপক্ষের ৯ জন আহত
পিরোজপুরের কাউখালীতে চিড়াপাড়া-পারসাতুরিয়া ইউপি নির্বাচনে হামলা ও পাল্টা হামলায় নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর ভাইসহ সাতজন ও সাইকেল প্রার্থীর দুই সমর্থক আহত হয়েছেন। গুরুতর আহত নৌকা প্রতীকের সমর্থক মওদুদ খান ও মিন্টু তালুকদারকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সন্ধ্যা ৭টার দিকে সাইকেল প্রতীকের প্রার্থী ও সমর্থকেরা তাদের নির্বাচনী সভা শেষে ফিরছিল। পথে কাউখালী অটোস্ট্যান্ড এলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে আওয়ামী লীগের সমর্থকেরা সাইকেল সমর্থক সেকেন্দার খান ও সুমন খান নামের দুজনার ওপর হামলা চালালে তারা আহত হন। এ সময় সাইকেল সমর্থকেরা উত্তেজিত হয়ে নৌকা সমর্থকদের ওপর হামলা চালায়। এতে নৌকা প্রার্থীর বড়ভাই মওদুদসহ সাতজন আহত হন। গুরুতর আহত নৌকার সমর্থক মওদুদ খান ও মিন্টু তালুকদারকে বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নৌকার সমর্থক আহত অন্যরা হলেন এনায়েত সরদার, মামুন মোড়ল, বেলায়েত সিকদার, ফরহাদ হোসেন এবং মাইনুল ইসলাম হাওলাদার।
অপরদিকে, সাইকেল প্রতীকের সেকেন্দার খান ও সুমন খান নামের দুইজন সমর্থক আহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেন সাইকেল প্রতীকের প্রার্থী বজলুর রহমান নান্নু। তবে তারা নৌকা সমর্থকদের হামলার ভয়ে কোথাও চিকিৎসা নিতে পারছে না বলে অভিযোগ করেন।
এ ব্যাপারে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বনি আমীন জানান, নির্বাচনি সহিংসতার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।