কাভার্ডভ্যান-প্রাইভেটকারের সংঘর্ষে ইউপি সদস্যসহ নিহত ৩
ঢাকা-খুলনা মহাসড়কে রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর রেলক্রসিং এলাকায় কাভার্ডভ্যান ও প্রাইভেটকারের সংঘর্ষে তিন জন নিহত এবং দুজন আহত হয়েছেন। আহতদের ফরিদপুর শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতেরা হলেন—ফরিদপুর সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য আমিনুল ইসলাম আলিম (৫০), মাচ্চর ইউনিয়নের খলিলপুর এলাকার খলিলপুর বণিক সমিতির সভাপতি কামরুজ্জামান হিটু (৪০) এবং একই এলাকার প্রাইভেটকার চালক মাসুদ মৌলভী (৫০)।
রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর পুলিশ তদন্তকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম জানিয়েছেন, নিহত ও আহতেরা একটি প্রাইভেটকারে রাজধানী ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন। তাঁদের প্রাইভেটকারটি ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর রেলক্রসিং এলাকায় পৌঁছালে একটি কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আলিম, হিটু ও মাসুদ নিহত হন।