কুমিল্লায় চাঁদাবাজি বন্ধের দাবিতে অটোচালকদের বিক্ষোভ
কুমিল্লা নগরীতে ট্রাফিক পুলিশ ও রাজনৈতিক প্রভাবশালীদের চাঁদাবাজি বন্ধের দাবিতে বিক্ষোভ করেছেন সিএনজিচালিত অটোরিকশার চালকরা।
আজ বুধবার সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত নগরীর ২২ নং ওয়ার্ডের কচুয়া চৌমুহনীতে তাঁরা আন্দোলন করেন।
এ সময় সিএনজিচালিত অটোরিকশার চালকরা বলেন, সড়কে তাঁদের ট্রাফিক পুলিশসহ রাজনৈতিক প্রভাবশালীদের নামে বিভিন্ন চাঁদা দিয়ে চলতে হয়। চাঁদা না দিলে শারীরিক নির্যাতনসহ বিভিন্ন হয়রানির শিকার হতে হয় তাঁদের।
এ সময় তাঁরা পুলিশের সামনেই চাঁদাবাজি বন্ধের দাবিতে স্লোগান দেন। পরে প্রশাসনের আশ্বাসে দুপুর সোয়া ১টায় তাঁরা আন্দোলন থেকে সরে আসেন।