কুষ্টিয়ায় বিএনপির পদযাত্রায় পুলিশের বাধা, আটক ৮
সরকারের পদত্যাগ, নিরপেক্ষ সরকারে অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুষ্টিয়ায় বিএনপির পদযাত্রা পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে। আজ শনিবার (২৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়ার ত্রিমোহনী-বাইপাস এলাকায় কর্মসূচি পালনের লক্ষ্যে নেতাকর্মীরা জড়ো হলে পুলিশ বাধা দেয় এবং লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। এসময় বাইপাস ও আশপাশের এলাকা থেকে বিএনপির ১০ নেতাকর্মীকে আটক করে পুলিশ।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন আটকের বিষয়টি এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন।
কুষ্টিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ সোহরাব উদ্দিন বলেন, ‘শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচিতে বিনা কারণেই পুলিশ বাধা দিয়েছে। এসময় আমাদের নেতাকর্মীদের লাঠিপেটা করা হয়। সেখান থেকে বিএনপির কয়েকজন নেতাকর্মীকে আটক করেছে।’