কুষ্টিয়ায় সড়কে প্রাণ ঝরল দুজনের
কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে তিন ঘণ্টার ব্যবধানে পৃথক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
আজ রোববার (১২ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবব্রত রায়।
নিহতরা হলেন—তবরেজ লিখন (২৬) ও আবদুর রউফ (৩৮)। লিখনের বাড়ি কুষ্টিয়া শহরতলীর দেশয়ালী পাড়ায় এবং রউফের বাড়ি লাহিনী এলাকায়।
ওসি বলেন, ‘আজ সকাল ৬টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক সড়কের দবিরমোল্লা গেটের পাশে মোটরসাইকেল ও নসিমনের সংঘর্ষে সামস তবরেজ লিখন নিহত হন। তিনি মোটরসাইকেলে করে কর্মস্থল ঢাকায় যাচ্ছিলেন। এছাড়া সকাল ৯টার দিকে একই মহাসড়কে কুষ্টিয়া মেডিকেল কলেজের সামনে বাসের সঙ্গে ধাক্কা লেগে আবদুর রউফ নামে এক রাজমিস্ত্রি নিহত হন।’
পুলিশ দুটি মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে বলে জানান ওসি।