কোন দেশের রাষ্ট্রদূত কী বললেন আমাদের কাছে তা অপ্রাসঙ্গিক : পররাষ্ট্রমন্ত্রী
পাসপোর্টে ইসরায়েল প্রসঙ্গ বাদ দেওয়া নিয়ে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের বক্তব্যের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেছেন, কোন দেশের রাষ্ট্রদূত কী বললেন না বললেন দিজ ইজ ইরেলিভেন্ট টু মি। উই মেনটেইন আওয়ার ফরেন পলিসি। আমরা সার্বভৌম রাষ্ট্র। আমরা কী করি না করি আমরা ডিসাইড করব। অন্য কে কী বলল ইট ইজ টোটালি ইরেলিভেন্ট।
আজ মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।
বাংলাদেশের ই-পাসপোর্ট থেকে ‘এক্সেপ্ট ইসরায়েল’ শব্দ দুটি বাদ দেওয়ায় ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান হতাশা ব্যক্ত করেন। এ বিষয়ে তিনি গণমাধ্যমকে বলেন, ‘আমরা আশা করি বাংলাদেশ তার নাগরিকদের পাসপোর্ট আগের অবস্থায় ফিরিয়ে নেবে।’
ফিলিস্তিনি রাষ্ট্রদূতের এ মন্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে পররাষ্ট্রমন্ত্রী উপরোক্ত মন্তব্য করেন।
সম্প্রতি ই-পাসপোর্ট থেকে ইসরায়েল প্রসঙ্গটি বাদ দেওয়া হলে এ নিয়ে ব্যাপক আলোচনা হয়। এরই পরিপ্রেক্ষিতে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেন, নতুন ই–পাসপোর্ট থেকে ইসরায়েলের নাম বাদ দেওয়া হলেও দেশটির সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের নীতিগত কোনো পরিবর্তন হয়নি। পররাষ্ট্র নীতিরও কোনো পরিবর্তন হয়নি। বাংলাদেশ এখনো ইসরায়েলকে স্বীকৃতি দেয় না।
এ বিষয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদও এক সংবাদ সম্মেলনে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের সম্ভাবনার কথা উড়িয়ে দেন। তিনি বলেন, ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের কোনো সম্ভাবনা নেই।