খাগড়াছড়িতে কাঠবোঝাই দুই ট্রাকের ভারে ভেঙে গেল ব্রিজ
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বেইলি ব্রিজ ভেঙে কাঠবোঝাই দুটি ট্রাক ও মাহেন্দ্র খালে পড়ে গেছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আটজন। উপজেলার বোয়ালখালী খালের ওপর থাকা ব্রিজটি ভেঙে আজ শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
এ দুর্ঘটনার পরই দীঘিনালার সঙ্গে মেরুং ইউনিয়ন ও রাঙ্গামাটির লংগদুর সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এতে লংগদুর সঙ্গে ঢাকা, চট্টগ্রাম, খাগড়াছড়ির সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম চন্দ্র দেব জানান, আজ সকাল ৯টার পর বেইলি ব্রিজের ওপর একটি মাহেন্দ্র ও দুটি কাঠবোঝাই ট্রাক ওঠে। ব্রিজের ধারণক্ষমতার বেশি কাঠ ওই দুই ট্রাকে থাকায় ব্রিজটি ভেঙে খালে পড়ে যায়। এর ফলে আটজন আহত হন। আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এদিকে এ দুর্ঘটনায় সড়ক যোগাযোগ বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছে লক্ষাধিক মানুষ।