খাগড়াছড়িতে কিশোরীকে ধর্ষণ ও হত্যার দায়ে তিন যুবকের মৃত্যুদণ্ড
খাগড়াছড়িতে ধনিতা ত্রিপুরা নামের এক কিশোরীকে ধর্ষণের পর হত্যার দায়ে তিন যুবককে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সেইসঙ্গে প্রত্যেক আসামিকে এক লাখ করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্তরা হলেন রুমেন্দ্র ত্রিপুরা ওরফে রুমেন (২৬), ত্রিরণ ত্রিপুরা (২০) ও কম্বল ত্রিপুরা (২৫)। তারা খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নের বেজাচন্দ্রপাড়ার বাসিন্দা।
আজ সোমবার দুপুরে খাগড়াছড়ি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মহাং আবু তাহের এ রায় দেন। তিন আসামির মধ্যে কম্বল ত্রিপুরা জামিনে গিয়ে পলাতক রয়েছেন।
আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ১৩ মে মেয়েকে বাড়িতে একা বাসা রেখে দীঘিনালায় বেড়াতে যান বাবা-মা। এ সুযোগে ওই দিন রাতে তিন মদ্যপ যুবক ঘরে ঢুকে কিশোরীর মাকে ফোন দিয়ে ধনিতা ত্রিপুরাকে (১৭) ধর্ষণের পর হত্যা করে। পরে দিন সকালে এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ তিন অভিযুক্তকে গ্রেপ্তার করে। এ ঘটনায় কিশোরীর মা স্বরলেখা ত্রিপুরা তিনজনকে আসামি করে মামলা করেন। পুলিশ একই বছর ২৮ আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করে। এরপর ২২ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালতে আজ রায় দেন।
আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) বিধান কানুনগো রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, আসামিদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত ওই তিন আসামিকে মৃত্যুদণ্ড ও প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করেন।