খাগড়াছড়িতে চাঁদের গাড়ি উল্টে নিহত ২
খাগড়াছড়ি সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। গতকাল বুধবার রাত সোয়া ১২টার দিকে সদরের ভাইবোনছড়া এলাকার এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন হরেন্দ্র ত্রিপুরা (৩০) ও গনেশ্বর ত্রিপুরা (২৮)। তাদের বাড়ি উপজেলার আমলাই হাদুকপাড়া গ্রামে।
ভাইবোনছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পরিমল ত্রিপুরা জানান, হতাহতরা খাগড়াছড়ি হাট-বাজারে বিক্রির জন্য গাছ রেখে চাঁদের গাড়িতে করে বাড়ি ফিরছিলেন হরেন্দ্র ও গনেশ্বরসহ কয়েকজন। পথে আমলাই হাদুকপাড়া পৌঁছালে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ওই দুজনের মৃত্যু হয়। এ দুর্ঘটনায় আহত হন দেব ত্রিপুরা, রহেন ত্রিপুরা ও চয়ন ত্রিপরা।
আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রশিদ জানান, নিহতদের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।