খাগড়াছড়িতে পর্যটক-পরিবহণ শ্রমিকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া
খাগড়াছড়িতে সাজেকগামী পর্যটক ও পরিবহণ শ্রমিকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। পর্যটকদের হামলায় এক পরিবহণ শ্রমিক আহত হয়েছে। এর জেরে আজ রোববার সকালে দেড় ঘণ্টা খাগড়াছড়ি-সাজেক সড়কে পরিবহণ ধর্মঘট করেন শ্রমিকরা। পরে পুলিশ বিষয়টি মীমাংসা করে যান চলাচল স্বাভাবিক করে।
পরিবহণ শ্রমিকদের অভিযোগ, সকাল ৭টার দিকে খাগড়াছড়ি পৌরসভার সামনে পিকআপে উঠছিলেন কয়েকজন পর্যটক। এ সময় পিকআপের পাশ দিয়ে যাওয়ার সময় একটি বাস হঠাৎ করে পর্যটকদের চাপ দেওয়ার অভিযোগ করে তারা চালককে মারধর করেন। এতে বাসের চালক আহত হন। এ ঘটনার জেরে উভয়ের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। এতে সকাল ৭টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত সব ধরনের গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ রশীদ জানান, পর্যটক ও পরিবহণ শ্রমিকদের মধ্যে উত্তেজনার বিষয়টি মীমাংসা করা হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক।