খাগড়াছড়িতে বিএনপির বিক্ষোভ সমাবেশে পুলিশের বাধা
খাগড়াছড়িতে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে ও নিঃশর্ত মুক্তির দাবিতে জেলা বিএনপির বিক্ষোভ মিছিলে বাধা দিয়েছে পুলিশ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ সোমবার দুপুরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এদিকে, প্রতিবাদ সমাবেশে পুলিশি বাধার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থার বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া। তিনি জানান, শহরের মিল্লাত চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করে জেলা বিএনপির নেতাকর্মীরা। এরপর মিছিলটি আদালত সড়কের দিকে যেতে চাইলে পুলিশের বাধার মুখে পড়ে। পরে তারা ভাঙাব্রিজ এলাকায় সমাবেশ করেন।
প্রতিবাদ সমাবেশে ওয়াদুদ ভূইয়া বলেন, ‘মধ্যরাতের ভোটের অবৈধ সরকার ক্ষমতা কুক্ষিগত করে রাখতে চায়। তারা গণতন্ত্রের প্রতীক বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে সাজানো মিথ্যা মামলায় হায়রানি করছে। অবিলম্বে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দিতে হবে।'
এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি প্রবীন চন্দ্র চাকমা, সহসভাপতি ক্ষেত্রমোহন ত্রিপুরা, মোসলেম উদ্দিন, বেলাল হোসেন, মংসাথোয়াই চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, ক্ষণি রঞ্জন ত্রিপুরা, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নজরুল ইসলাম, জেলা ছাত্রদলের সভাপতি শাহেদ সুমন ও সাধারণ সম্পাদক জাহিদুল আলম।