খাগড়াছড়িতে ভূমি দখলের প্রতিবাদে বিক্ষোভ
খাগড়াছড়ির গুইমারা উপজেলায় ঘরবাড়ি ভাঙচুর ও অবৈধভাবে জমি দখলের অভিযোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম বাংলাদেশ। আজ সোমবার সকালে খাগড়াছড়ি শহরের মুক্তমঞ্চে সংগঠনটি প্রতিবাদ সমাবেশ করে। এতে শতাধিক গ্রামবাসী ও শিক্ষার্থীরা অংশ নেয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, ‘খাগড়াছড়ির গুইমারা উপজেলার মহালছড়ি-সিন্দুকছড়ি এলাকার সনেরঞ্জন ত্রিপুরা যুগ যুগ ধরে ভোগদখল করছেন। সম্প্রতি সেখানে ঘর তৈরি করতে গেলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাধা দেয়। পরে জায়গার দলিল দেখালে স্থানীয় সংসদ সদস্যের আশ্বাসে ঘর তৈরি করেন। সবশেষ গত ১২ জুন রাতে ওই জায়গায় সনেরঞ্জন ত্রিপুরার ঘরটি ভেঙে দেয়। পাশাপাশি একটি কমিউনিটি ক্লিনিক স্থাপন করা হবে বলে সাইনবোর্ড টানিয়ে দেওয়া হয়।
সমাবেশ থেকে বক্তারা প্রথাগত ভূমি ব্যবস্থাপনা মেনে চলা, বেদখলকৃত জায়গা প্রকৃত মালিকদের কাছে ফেরত, স্থানীয়দের জীবন জীবিকা ও নিরাপত্তা নিশ্চিত করাসহ পাঁচটি দাবি জানানো হয়।
পাড়া প্রধান লোকনাথ ত্রিপুরা, ত্রিপুরা স্টুডেন্ট ফোরামের কেন্দ্রীয় সভাপতি প্রেম কুমার ত্রিপুরা, সাংগঠনিক সম্পাদক অঞ্জু লাল ত্রিপুরা, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের কেন্দ্রীয় প্রতিনিধি কৃপায়ন ত্রিপুরা, বাংলাদেশ মারমা স্টুডেন্ট কাউন্সিলের সভাপতি নিয়ং মারমা, হিল উইমেন্স ফেডারেশনের জেলা আহ্বায়ক এনি চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিনিধি জেসি চাকমা, নক্ষত্র ত্রিপুরা, বাতেন ত্রিপুরা প্রমুখ।
এদিকে, প্রতিবাদ সমাবেশের আগে শহরে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ করে।