খাগড়াছড়িতে ২৫ পরিবারের মধ্যে সেলাই মেশিন বিতরণ
আত্মকর্মসংস্থান সৃষ্টি ও দরিদ্রমুক্ত বাংলাদেশ বিনির্মাণে খাগড়াছড়ি পার্বত্য জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
বছরের প্রথম দিন আজ শুক্রবার সকালে লক্ষ্মীছড়ির মেজারপাড়ায় বিনামূল্যে ২৫ পরিবারের মধ্যে সেলাই মেশিন বিতরণ করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও লক্ষ্মীছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেম্রাচাই চৌধুরী।
এ সময় রেম্রাচাই চৌধুরী বলেন, ‘পার্বত্য চট্টগ্রামে পিছিয়েপড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের মাধ্যমে সরকার কাজ করে যাচ্ছে। সরকারের এ ধারা অব্যাহত থাকবে।’
সেলাই মেশিন বিতরণকালে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।