খালিয়াজুরী উপজেলা পরিষদের চেয়ারম্যান আর নেই
নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম কিবরিয়া জব্বার (৭২) আর নেই। শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে গতকাল সোমবার দিবাগত রাত ৩টা ২০ মিনিটে মৃত্যু হয় তাঁর।
খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ এম আরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
গোলাম কিবরিয়া জব্বার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের ছোট ভাই। কিবরিয়া জব্বার স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ইউএনও আরিফুল ইসলাম জানিয়েছেন, বেশ কিছু দিন ধরে গোলাম কিবরিয়া জব্বার শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। গত বছরের ডিসেম্বরের শেষদিকে প্রথমে ঢাকার মুগদা হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। সেখানেই তিনি চিকিৎসাধীন ছিলেন। পরে আরো উন্নত চিকিৎসার জন্য গত ১২ ফেব্রুয়ারি তাঁকে বিএসএমএমইউ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।
গোলাম কিবরিয়া জব্বারের ছেলে গোলাম পরশ কিবরিয়া জানান, খালিয়াজুরীর কৃষ্ণপুর গ্রামের পারিবারিক কবরস্থানে সমাহিত করার আগে বাড়ির প্রাঙ্গণে আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে তাঁর বাবার জানাজা অনুষ্ঠিত হবে।
এদিকে, গোলাম কিবরিয়া জব্বারের আত্মার মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন তাঁর সহধর্মিণী মমতাজ কিবরিয়া।