খুলনায় হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ২
খুলনার জোড়াগেটে শহিদুল হাওলাদার হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন কারাদণ্ড এবং তিনজনকে বেকসুর খালাস দিয়েছেন জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইবুনাল। আজ মঙ্গলবার দুপুরে আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন বিচারক মো. সাইফুজ্জামান হিরো।
এই আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট আরিফ মাহমুদ লিটন জানান, ২০১৭ সালে ১১ এপ্রিল জোড়াগেট এলাকায় শহিদুল হাওলাদারকে কুপিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় নিহত শহিদুলের মা হাজেরা বেগম বাদী হয়ে খুলনা থানায় হত্যা মামলা করেন। পরবর্তী সময়ে তদন্তকারী কর্মকর্তা সাতজনকে আসামি করে চার্জশিট দেন।
মামলায় ২২ সাক্ষীর মধ্যে ১৮ জন সাক্ষ্য দেওয়ার পর আজ বেলা সাড়ে ১১টায় বিচারক মো. সাইফুজ্জামান হিরো আসামি সুমন মল্লিক ও আশিকুরকে মৃত্যুদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ডাদেশ দেন। আসামি আ. তালেব এবং কালুকে যাবজ্জীবন দণ্ডাদেশ দেওয়া হয়। অপর তিন আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দেওয়া হয়।