‘খেলা হবে’র জবাবে শামীম ওসমানকে ‘পরাজিত খেলোয়াড়’ বললেন গিয়াস উদ্দিন
আগামী নির্বাচন ঘিরে নারায়ণগঞ্জে আওয়ামী লীগ ও বিএনপির দলীয় কর্মসূচি সভা-সমাবেশ ধারাবাহিকভাবে চলছে। রাজনৈতিক এই সভা-সমাবেশে উত্তাপ ছড়াচ্ছে আলোচনা-সমালোচনামুখর পাল্টাপাল্টি বক্তব্য। বিশেষ করে নারায়ণগঞ্জ-৪ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান ও একই আসনে বিএনপির সাবেক সংসদ সদস্য মোহাম্মদ গিয়াস উদ্দিনের পাল্টাপাল্টি বক্তব্যে উত্তাপ ছড়াচ্ছে রাজনৈতিক অঙ্গনে।
আওয়ামী লীগের সংসদ সদস্য শামীম ওসমান অভিযোগ করে বলেছেন, ‘বিএনপির সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন ক্ষমতায় থাকাকালীন আমার ১০-১২ জন লোককে খুন করেছে। সিদ্ধান্ত নিয়েছি ঈদের পরে বাড়িতে থাকব, কখন খেলবেন, কয়টার সময় খেলবেন।’
নারায়ণগঞ্জ সরকারি তোলারাম বিশ্ববিদ্যালয় কলেজের নবীনবরণ অনুষ্ঠানে গতকাল সোমবার (২০ মার্চ) দুপুরে প্রধান অতিথির বক্তব্যে শামীম ওসমান এসব কথা বলেন।
অপরদিকে শামীম ওসমানের অভিযোগের জবাবে এনটিভিকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বিএনপির দলীয় নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ গিয়াস উদ্দিন বলেছেন, ‘শামীম ওসমান ২০০১ সালে নির্বাচনে পরাজিত হয়েছিলেন, তার কারণে এসব মন্তব্য করছেন। শুধু তাই নয় সিটি করপোরেশন নির্বাচনেও ব্যাপক ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন। উনি যার সাথে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন তার বিরুদ্ধে এইসব মিথ্যা বানোয়াট কথা ছড়ান। যদি কাউকে হত্যা করে থাকি তাহলে উনি এত বড় ক্ষমতাধর ব্যক্তি আমাকে কাঠগড়ায় নিয়ে আমার বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করতেন।’
শামীম ওসমানের খেলা হবে এমন মন্তব্যে গিয়াস উদ্দিন আরও বলেন, ‘২০০১ সালে আমার সাথে নির্বাচনের খেলায় হেরেছেন, সিটি করপোরেশন নির্বাচনের খেলায় হেরেছেন। এখন কোন খেলা খেলতে চান। খেলাধুলা ছেড়ে মানুষের কল্যাণে কাজ করেন।’
শামীম ওসমান গিয়াস উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ করে বলেছেন, ‘বিএনপি ক্ষমতায় থাকাকালীন আওয়ামী লীগকর্মী, সুন্দর আলী, নজরুল ইসলাম সুইট, সেলিমসহ ১০ থেকে ১২ জনকে হত্যা করিয়েছেন। শুধু তাই নয় বিএনপি নেতার ভাই সাব্বির ও মমিনুল্লাহ ডেবিটকে হত্যা করিয়েছেন।’
তার এই পাল্টা বক্তব্যে বিএনপির সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন বলেছেন, ‘শামীম ওসমান মানুষের কাছে অপ্রিয় হয়ে যাওয়ার কারণে আবার কীভাবে মানুষের কাছে গ্রহণযোগ্যতা লাভ করতে পারেন, তাই বিভিন্ন প্রকার মিথ্যা বানোয়াট কাল্পনিক অভিযোগ আমার বিরুদ্ধে ছড়াচ্ছে। শামীম ওসমান আমার সাথে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছেন, সিটি করপোরেশন নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছেন। উনি যার সাথে পরাজিত হয়েছেন তাদের বিরুদ্ধেই এরকম মিথ্যা বানোয়াট কথা ছড়িয়ে থাকেন।’
তোলারাম কলেজের বক্তব্যে শামীম ওসমান আরও বলেন, ‘সামনে রোজার মাস সংযম করি। রোজার পরে ঈদ আছে, একটু আনন্দ করি। ১০-১৫ দিন সময় দেন রোজা যাক, ঈদ যাক। যারা কথায় কথায় থ্রেট করছেন বারোটা বাজাবেন, চব্বিশটা বাজাবেন, হেন কারেঙ্গা, তেন কারেঙ্গা, আওয়ামী লীগকে টেনে নামাবেন। আপনারা আমাদের সাথে খেলতে চান যদি মনে করেন, আমাদের কোনো আপত্তি নাই। তাহলে আপনাদের উদ্দেশে বলতে চাই, এখানে বসে সিদ্ধান্ত নিয়েছি ঈদের পরে নারায়ণগঞ্জের বাড়িতে থাকব। কখন খেলবেন, কয়টার সময় খেলবেন বলবেন, নারায়ণগঞ্জের জনগণকে সাথে নিয়ে আপনাদের সকল অশুভ শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আমরা খেলব এবং ওই খেলায় আমরা জিতব।’
এর উত্তরে গিয়াস উদ্দিন এনটিভিকে বলেন, ‘দেশে শোনা যায় খেলা হবে, খেলা হবে। শৈশব, কৈশোর ও যৌবনে খেলেছি। এখনতো যুদ্ধ করে দেশ স্বাধীন করে দেশের মানুষের সেবা ও কল্যাণে কাজ করি, রাজনীতি করি। এখন তো খেলার বয়স না। খেলার প্রসঙ্গটি হাস্যকর। শামীম ওসমান কি খেলতে চান? ২০০১ সালে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছেন, এটাকে কি উনি খেলা মনে করেন? খেলা মনে করলে উনিতো ফেল করেছেন ওই খেলায়। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন করেছেন বিপুল ভোটে উনি ফেল করেছেন। ওইটা যদি খেলা মনে করেন ওই খেলায়ও তিনি ফেল করেছেন। কোনো খেলায় উনি বিজয় লাভ করতে পারেননি। এখন কোন খেলা খেলতে চান শামীম ওসমান?’