গাঁজাসহ আটক দুই তরুণকে ছাড়াতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি
বরিশালের হিজলা উপজেলায় গাঁজাসহ আটক দুই তরুণকে থানায় নেওয়ার পথে ছাত্রলীগকর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়েছে। আজ সোমবার দুপুর ২টার দিকে উপজেলার কাউনিয়া বন্দর এলাকায় এই ঘটনা ঘটে বলে পুলিশ ও ইউপি সদস্য জানিয়েছেন।
এ সময় উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়ন পরিষদ সদস্যদের সহায়তায় পুলিশ তিনজনকে আটক করে। তারা হলেন- গুয়াবাড়িয়া ইউনিয়নের কাউরিয়া বাজারের এক ব্যবসায়ীর ছেলে রাব্বি (২০), একই এলাকার রাব্বি (২১) ও কাউরিয়া এলাকার মাসুম (২৫)।
হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিঞা বলেন, ৩০ গ্রাম গাঁজাসহ তিনজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে।
পুলিশের সঙ্গে ধস্তাধস্তির বিষয়টি স্বীকার করে ওসি বলেন, এজন্য মাসুমের বিরুদ্ধে মাদক বিক্রিতে সহায়তা করার অভিযোগ এনে মামলা করা হয়েছে।
অভিযান পরিচালনাকারী হিজলা থানার উপপরিদর্শক (এসআই) মো. বেল্লাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি; মোটরসাইকেলের সিটে কৌশলে গাঁজা নিয়ে দুই তরুণ কাউনিয়া বাজারের উদ্দেশে রওনা দিয়েছে। এই সংবাদের ভিত্তিতে কাউনিয়া স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে মোটরসাইকেলসহ দুই তরুণকে আটক করা হয়। তখন কলেজের ভেতর থেকে মাসুম এসে দুই তরুণকে নিয়ে যেতে বাধা দেয়। একপর্যায়ে স্কুল অ্যান্ড কলেজের অনেক শিক্ষার্থী ডেকে এনে দুজনকে নিতে বাধা দিয়ে টানাহেচড়া শুরু করে। তখন তিনজনকে নিয়ে পাশের গুয়াবাড়িয়া ইউনিয়ন পরিষদ ভবনের সামনে যাওয়া হয়। সেখানে দুই ইউপি সদস্যের সহায়তায় তাদের পরিষদের ভেতর নেওয়া হয়। পরে থানা থেকে অতিরিক্ত পুলিশ এলে তাদের নিয়ে যাওয়া হয়।
গুয়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের সদস্য কালাম বেপারী বলেন, পুলিশ দুজনকে গাঁজাসহ আটক করেছে। তাদের নির্দোষ দাবি করে ছাত্রলীগনেতা মাসুম ছাড়িয়ে নেওয়ার জন্য ধস্তাধস্তি শুরু করেন। তখন আরও ছাত্ররা এলে পুলিশ ও ছাত্রলীগনেতাসহ আটকদের পরিষদ ভবনে নিয়ে যায়। পরে থানা থেকে অতিরিক্ত ফোর্স এসে তাদের তিনজনকে থানায় নেওয়া হয়।