গাজীপুরেও অটোপাসের দাবিতে পরীক্ষার্থীরা রাস্তায়
এ বছরের এসএসসি পরীক্ষা বাতিল করে অটোপাসের দাবিতে এবার রাস্তায় নেমেছে গাজীপুরের পরীক্ষার্থীরা। আজ মঙ্গলবার জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের এসএসসির (২০২১) পরীক্ষার্থীসহ শতাধিক শিক্ষার্থী এ বিক্ষোভ মিছিল করে।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, বিশ্বব্যাপী মহামারি করোনা পরিস্থিতিতে দেশের শিক্ষা প্রতিষ্ঠানসমূহ প্রায় ১১ মাস বন্ধ রয়েছে। এতে লেখাপড়ার ব্যাপক ক্ষতি হয়েছে। এ পরিস্থিতিতে ২০২০ সালের মতো ২০২১ সালের এসএসসি পরীক্ষা বাতিল করে অটোপাস দেওয়া হোক। শিক্ষার্থীরা গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রায় এক ঘণ্টা মানববন্ধন ও বিক্ষোভ করে। পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা একটি মিছিল নিয়ে চান্দনা চৌরাস্তা এলাকায় গিয়ে আবার মানববন্ধন করে। এ সময় রাণী বিলাসমণি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী সাঈদ, খোকন এবং গাজীপুর শাহীন স্কুলের রাতুল ও নিপুন বক্তব্য দেয়।
এদিকে, একই দাবিতে নরসিংদীতে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে এসএসসি ও সমমানের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। পরে মিছিলটি ডিসি রোড ঘুরে নরসিংদী প্রেস ক্লাবের সামনে এসে জড়ো হয়। এ সময় শিক্ষার্থীরা অটোপাসের দাবিতে বিভিন্ন স্লোগান দেয় এবং প্ল্যাকার্ড প্রদর্শন করে।