গাজীপুরে ইউপি সদস্যপ্রার্থী ও সমর্থকদের ওপর হামলা, আহত পাঁচ
গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্য পদপ্রার্থী ও তাঁর সমর্থকদের ওপর হামলা চালানো হয়েছে। এ ঘটনায় ইউপি সদস্য প্রার্থীসহ পাঁচজন আহত হয়েছেন।
উপজেলার নাগরী ইউনিয়নের জয়নাল চত্বরপাড়া বরতা এলাকায় গতকাল সোমবার রাতে ওয়াজ মাহফিল থেকে বাড়িতে ফেরার পথে ইউপি সদস্যপ্রার্থী মো. সেলিম মিয়া (ঘুড়ি প্রতীক) ও তাঁর সমর্থকদের ওপর এ হামলা চালানো হয়।
হামলার সময় ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের দুটি প্রাইভেটকার, ২২টি মোটরসাইকেলসহ বেশ কিছু ব্যাটারিচালিত ইজিবাইকে ভাঙচুর চালানো হয় বলে দাবি করা হয়েছে।
ইউপি সদস্যপ্রার্থী মো. সেলিম মিয়া বলেন, ভাঙচুর চালানোর সময় দুর্বৃত্তরা ঘটনাস্থলে চারটি ফাঁকা গুলি করে। পরে র্যাব ও কালীগঞ্জ থানার পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান জানান, এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি। তবে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।