গাজীপুরে ইঞ্জিন-বগি লাইনচ্যুত, ১০ ঘণ্টা ধরে বন্ধ ঢাকা-উত্তরবঙ্গ রেলযোগাযোগ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার রতনপুর এলাকায় গতকাল শুক্রবার রাত ১০টার দিকে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন এবং দুটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা-রাজশাহী রেলপথে প্রায় ১০ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
গাজীপুরের মৌচাক স্টেশন অতিক্রমের পর আউটার স্টেশনে ট্রেনটি লাইনচ্যুত হয়। এরপর থেকে রেল কর্তৃপক্ষ উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে।
জয়দেবপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার রেজাউল ইসলাম জানান, রাত ১০টার দিকে ঢাকাগামী ‘৭৯৪ পঞ্চগড় এক্সপ্রেস’ মৌচাক স্টেশন পার হলে ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়। মেইন লাইন ব্লক থাকায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেলযোগাযোগ এখন পর্যন্ত বন্ধ রয়েছে।
এদিকে, জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এস আই) মো. শহীদুল্লাহ হিরো জানান, পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি মৌচাক স্টেশন অতিক্রম করছিল। এ সময় ট্রেনের ইঞ্জিন এবং সামনের দুটি বগি লাইনচ্যুত হয়। এরপর থেকে ঢাকা-রাজশাহী রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। উদ্ধারকারী দল এসে পৌঁছেছে এবং উদ্ধারকাজ চলমান রয়েছে। এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।