গাজীপুরে ট্রেনের ধাক্কায় এএসআই আহত
গাজীপুরে ট্রেনের ধাক্কায় সহকারী উপপরিদর্শক (এএসআই) আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে জয়দেবপুর রেলক্রসিং এলাকায় দায়িত্ব পালনকালে ঢাকাগামী টাঙ্গাইল কমিউটার ট্রেনের ধাক্কায় তিনি আহত হন।
আহত এএসআইয়ের নাম মো. শাহজাহান আলী (৩৮)। তিনি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানায় কর্মরত।
জিএমপির সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, আজ সকালে জেলা শহরের মুক্তমঞ্চ থেকে জয়দেবপুর রেলক্রসিং হয়ে ভাওয়াল রাজবাড়ী রোডে ডিউটি করছিলেন এএসআই মো. শাহজাহান আলী। সকাল পৌনে ১০টার দিকে ওই রেলক্রসিং এলাকায় সড়কের ও রেললাইনের ওপর থেকে ভ্রাম্যমাণ দোকান ও হকার উচ্ছেদ করছিলেন। এ সময় টাঙ্গাইল থেকে ঢাকাগামী কমিউটার ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় তিনি মাথা ও মুখমণ্ডলে আঘাত পেয়ে আহত হন এবং মাটিতে পড়ে যান। সহকর্মীরা গুরুতর আহত শাহজাহানকে অচেতন অবস্থায় উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তার অবস্থা কিছুটা উন্নতির দিকে। তবে তিনি আশঙ্কমুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন।
রেলওয়ের জয়দেবপুর স্টেশনের মাস্টার রেজাউল ইসলাম জানান, টাঙ্গাইল থেকে ঢাকাগামী টাঙ্গাইল কমিউটার ট্রেনটি গাজীপুরের জয়দেবপুর স্টেশনের প্রবেশ করে। নির্ধারিত সময় পর ট্রেনটি যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়।