গোপালগঞ্জে অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে কম্বল বিতরণ
গোপালগঞ্জে শীত উপেক্ষা করে গভীর রাতে তিন শতাধিক অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে কম্বল বিতরণ করেছেন নবাগত জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।
শনিবার (১৭ ডিসেম্বর) দিনগত রাত ১১টার দিকে গোপালগঞ্জ শহরের শিশুবন ও সোনাকুড় এলাকা ঘুরে তিন শতাধিক অসহায় ও দুঃস্থ পরিবারের হাতে দুটি করে সরকারি কম্বল তুলে দেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম। ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ অব্যাহত থাকবে বলে তিনি জানান। কম্বল বিতরণকালে তিনি এসব পরিবারের খোঁজ খবর নেন।
এসময় জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. আজহারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক এ কে এম হেদায়েতুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসিন উদ্দীন, এনডিসি সাইফুল ইসলাম, পৌর কাউন্সিলর শফিকুর রহমান শুক্তিসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কম্বল পাওয়ায় শীতের হাত থেকে রক্ষা পাবেন বলে খুশি এসব অসহায় পরিবার। আর শীতে যাতে কেউ কষ্ট না পায় সেজন্য কম্বল বিতরণ অব্যাহত থাকবে বলে জানান জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।