গড়পাড়া ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা
মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ২০২৩-২৪ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। আজ বুধবার (১৭ মে) দুপুরে ইউনিয়ন পরিষদের সামনে উন্মুক্ত স্থানে এ বাজেট উপস্থাপন করেন ইউপি সচিব মো. সাইদুর রহমান।
গড়পাড়া ইউপি চেয়ারম্যান আফছার উদ্দিন সরকারের সভাপতিত্বে আগামী এক বছরের জন্য এ বাজেট উপস্থাপন করা হয়।
এ বছর বাজেটে প্রায় এক কোটি ৬৪ লাখ ৬১ হাজার ১০৮ টাকার লক্ষ্যমাত্রা উল্লেখ করা হয়। যা গত বছর ছিল এক কোটি ৫৫ লাখ ৪২ হাজার ৬০৮ টাকা। এ বছরের বাজেটে উন্মুক্ত আলোচনায় অংশ গ্রহণকারীরা শিক্ষা খাতে বিশেষ নজর দেওয়ার তাগিদ দেন। উন্মুক্ত বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্থানীয় সরকারের উপপরিচালক শাহিনা পারভীন এবং বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জ্যোতিশ্বর পাল।
এ সময় আরও উপস্থিত ছিলেন গড়পাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাসিব উদ্দিন আহমেদ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুশীল কুমার সাহা, গড়পাড়া এমাম বাড়ি দরবার শরিফের পীরজাদা শাহজাদা রহমান, সমাজসেবক জালাল উদ্দীন আহমেদসহ ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের মেম্বার ও মহিলা সদস্য, গ্রাম পুলিশ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।