চট্টগ্রামে প্রকৌশলীকে মারধরের প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন
চট্টগ্রামে এলজিইডির নির্বাহী প্রকৌশলী ও সিটি করপোরেশনের প্রকল্প পরিচালক গোলাম ইয়াজদানির ওপর হামলার প্রতিবাদে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ময়মনসিংহ বিভাগে কর্মরত এলজিইডির কর্মকর্তাসহ সব স্তরের কর্মচারীরা।
আজ সোমবার (৩০ জানুয়ারি) বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত ময়মনসিংহ এলজিইডি ভবনের সামনে এই মানববন্ধন কর্মসুচি পালিত হয়।
গোলাম ইয়াজদানিকে হামলার নিন্দা ও প্রতিবাদে এবং সন্ত্রাসী শাহাবুদ্দিনসহ সব অপরাধীকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন এলজিইডির কর্মকর্তাসহ সব স্তরের কর্মচারীরা।
মানববন্ধনে বক্তব্য দেন ময়মনসিংহ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কামরুল আহসান, নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুজ্জামান, মো. মনিরুজ্জামান প্রমুখ।
মানববন্ধনে বলা হয়, গতকাল রোববার বিকেলে ওই কর্মকর্তার অফিসে প্রবেশ করে তাঁকে মারধর ও আসবাবপত্র ভাঙচুর করে শাহাবুদ্দিনের নেতৃত্বে একদল ব্যক্তি। উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখাসহ কর্মক্ষেত্রে কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করার জোড় দাবি জানানো হয়েছে মানববন্ধন থেকে।