চট্টগ্রাম জেলা প্রশাসনে জালিয়াতি, হাতেনাতে ধরা প্রতারক
জেলা প্রশাসন কার্যালয়ের এলএ শাখায় দলিল জালিয়াতি করে অধিগ্রহণকৃত সাড়ে তিন একর জমির চেক জালিয়াতির ঘটনায় শাহ আলম নামে আরও এক প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রায় আড়াই কোটি টাকা আত্মসাত করতে গিয়ে জেলা প্রশাসন কার্যালয়ের এল এ শাখায় আজ রোববার হাতেনাতে ধরা পড়েন তিনি। এর আগেও একই রকম জালিয়াতির ঘটনায় জেলা প্রশাসনের কর্মচারীসহ ১১ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ কামাল জানান, মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে অধিগ্রহণ করা মঘাদিয়া মৌজার প্রায় সাড়ে তিন একর জমির ক্ষতিপূরণের চেক উত্তোলনে শাহ আলম নিজেকে আমমোক্তারনামা দাবি করেন। এরপর সব কাজ সম্পাদন করে। জায়গার রেকর্ড মোতাবেক মালিক খায়রুল বাশার ও তার সন্তানরা এর আগেও একাধিক ক্ষতিপূরণ গ্রহণ করেছেন। কিন্তু, আড়াই কোটি টাকার ক্ষতিপূরণের জন্য আমমোক্তারনামা নিয়োগের ঘটনা জেলা প্রশাসনের সন্দেহ হলে প্রকৃত মালিককে ডেকে আনা হয়। জায়গার মালিকরা ঘটনাস্হলে আসার পর ধরা পড়ে প্রতারণার এ ঘটনা।
অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ কামাল জানান, এর আগেও একাধিক প্রতারণার ঘটনায় ১১ জনকে আটক করা হয়। এর মধ্যে কয়েকজন জেলা প্রশাসনের কর্মচারী। তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্হা নেওয়া হয়েছে।
এসব ঘটনায় বিভিন্ন ধরনের প্রভাবশালী ব্যক্তিদের নিয়ে বড় ধরনের চক্র জড়িত থাকার কথা পুলিশের তদন্তে উঠে এসেছে বলে জানান জেলা প্রশাসন।