চাঁদাবাজির মামলায় শায়েস্তাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার
চাঁদাবাজির অভিযোগে করা মামলায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রসেনজিৎ চন্দ্র দেবকে (২৯) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল মঙ্গলবার মধ্যরাতে র্যাব জানায়, রাত সাড়ে ১০টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রসেনজিৎ দেবের বাড়ি শায়েস্তাগঞ্জ উপজেলার বড়চরের নুরপুর পাড়ায়। র্যাব জানিয়েছে, প্রসেনজিৎ চাঁদাবাজির মামলার পরোয়ানাভূক্ত পলাতক আসামি ছিলেন।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জের র্যাব-৯, সিপিসি-১-এর একটি দল লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসানের নেতৃত্বে শায়েস্তাগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ড্রাইভার বাজার থেকে প্রসেনজিৎকে গ্রেপ্তার করে।
প্রসেনজিৎ দেবকে গত বছরের ১ এপ্রিল করা মামলায় শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে র্যাব।