চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। আজ বুধবার সকাল ও দুপুরে দুর্ঘটনা দুটি ঘটে।
নিহতরা হলেন শিবগঞ্জের খড়কপুর গ্রামের রবু আলীর ছেলে মিজানুর রহমান (১৭) ও কয়লাবাড়ি গ্রামের ট্রলিচালক আব্দুর রহিম (৩০)।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন, আজ সকালে খড়িবোঝাই একটি ট্রলি চাঁপাইনবাবগঞ্জের দিকে যা্চ্ছিল। ট্রলিটি শিবগঞ্জের মুসলিমপুরে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে চালক আব্দুর রহিম মারা যান।
এদিকে, দুপুরের দিকে সোনামসজিদ মহাসড়কের ধোবপুকুর এলাকায় ইটবোঝাই ট্রলির সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মিজানুর রহমান নামের একজন মারা যান।
ওসি আরো জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।