চাঁপাইনবাবগঞ্জে হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় মুকুল হত্যা মামলায় সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ রবিউল ইসলাম এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হচ্ছেন শিবগঞ্জ উপজেলার গঙ্গারামপুর গ্রামের ডলার, সুইট, আলাউদ্দীন, বাক্কার আলী, লাল মোহাম্মদ, ইসরাইল ও বাহার আলী।
নিহত ব্যক্তির নাম মুকুল। তিনি উপজেলার কানসাট ইউনিয়নের পুকুরিয়ায় নামোটিকরী গ্রামের রবিউল ইসলামের ছেলে।
রাষ্ট্রপক্ষের সহকারী কৌঁসুলি (এপিপি) আঞ্জুমান আরা জানান, জমি নিয়ে বিরোধের জের ধরে ২০১৫ সালের ৯ জানুয়ারি রাত ৭টার মুকুল নামের এক ব্যক্তিকে বিএম বাজার এলাকায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় ১২ জানুয়ারি নিহত মুকুলের বাবা রবিউল ইসলাম বাদী হয়ে শিবগঞ্জ থানায় ১১ জনকে আসামি করে হত্যা মামলা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) চৌধুরী জোবায়ের আহম্মেদ ২০ জনের নামে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলার ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও দীর্ঘ শুনানি শেষে ছয় আসামির উপস্থিতিতে আদালত এ রায় ঘোষণা করেন। মামলার আসামি সুইট পলাতক রয়েছেন।