চা শ্রমিকদের মজুরি বৃদ্ধির যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান
দৈনিক ৩০০ টাকা মজুরির যৌক্তিক দাবিতে দেশব্যাপী চা শ্রমিকদের আন্দোলনকে সমর্থন জানিয়ে তা অবিলম্বে মেনে নেওয়ার আহ্বান জানিয়েছে শ্রমিক কৃষক সমাজবাদী দল। কেন্দ্রীয় কমিটির সদস্য মাহাবুবুর রশিদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ রোববার দলটি এ দাবি জানায়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত বছর সম্পাদিত চা শ্রমিক ইউনিয়ন ও বাগান মালিকদের চুক্তি স্বাক্ষর অনুযায়ী সে সময় থেকেই বকেয়াসহ দৈনিক ৩০০ টাকা মজুরি পরিশোধের আহ্বান জানানো হয়। যদিও বর্তমান লাগামহীন ঊর্ধ্বগতির বাজারমূল্যে তা খুবই সামান্য। চা শ্রমিকদের হাড়ভাঙা পরিশ্রমে প্রতিবছর রেকর্ড পরিমাণ চা উৎপাদিত হচ্ছে। ২০২১ সালেই দেশের ইতিহাসে রেকর্ড ৯৬ মিলিয়ন কেজি চা উৎপাদন হয়েছে।
বর্তমানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন ঊর্ধ্বগতির বাজারে চা শিল্পের সাথে জড়িত প্রায় দেড় লক্ষাধিক শ্রমিক দৈনিক ১২০ টাকা মজুরিতে কাজ করে মানবেতর জীবনযাপন করছেন। অনাকাঙ্খিত কোনো পরিস্থিতি উদ্ভবের আগেই তাদের ন্যায়সঙ্গত দাবি মেনে নেওয়ার আহ্বান জানানো হয়।
সমাজবাদী দল মনে করে, চা শ্রমিকের মজুরি সর্বনিম্ন ৫০০ টাকা হওয়া উচিৎ। আন্দোলন দমনের নামে বারবার পুলিশি বাধা ও হয়রানির তীব্র নিন্দা জানানো হয়।
বিবৃতিতে আরও বলা হয়, পার্বত্য চট্টগ্রামে মা কর্তৃক সন্তানকে দাস যুগের মতো বাজারে বিক্রির জন্য তোলার ঘটনার মধ্যে দেশের অর্থনৈতিক অবস্থার প্রকৃত চিত্র ফুটে উঠেছে। পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশকে বেহেশতের সাথে তুলনা এই দাসদের সাথে রসিকতা ছাড়া আর কিছুই নয়।
উল্লেখ্য, গতকাল শনিবার সকাল থেকে সিলেট ভ্যালির ২৩টি, হবিগঞ্জের ২৪টি এবং মৌলভীবাজারের ৯২টি বাগানসহ দেশের মোট ২৪১টি চা বাগানে শ্রমিকরা একযোগে পূর্ণদিবস ধর্মঘট শুরু করে।