চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ চিকিৎসকের, চোখ নষ্টের দাবি
এবার চিকিৎসকের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ তুললেন ময়মনসিংহের এক চিকিৎসক। এ নিয়ে আজ বুধবার ময়মনসিংহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন হয়েছে। সেখানে অভিযোগকারী নারী চিকিৎসক মাহজাবিন হক অধ্যাপক ডা. দীপক কুমার নাগের বিচার চেয়েছেন। বলেছেন, চোখের ভুল চিকিৎসায় তিনি (দীপক) তাঁর রেটিনা নষ্ট করে দিয়েছেন।
অভিযোগকারী ডা. মাহজাবিন হক ময়মনসিংহের কমিউনিটি বেইজড মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘তার চোখে কিছু সমস্যা হওয়ায় চলতি বছর ৩১ জুন তিনি ডা. দীপক কুমার নাগের প্রাইভেট চেম্বারে সাক্ষাৎ করেন। তার রেটিনা পরীক্ষা করে ডান চোখে ‘লেটিস’ ও বাম চোখে ‘ডাব্লিউডাব্লিউওপি’ সমস্যা আছে বলে জানানো হয়। একইসঙ্গে দ্রুততার সঙ্গে দুই চোখেই লেজার অপারেশন করতে বলেন তিনি।
ডা. নাগের পরামর্শে ৫ জুন মাহজাবিন তাঁর চোখের চিকিৎসা করান। ডা. নাগ যখন তাঁর ডান চোখে লেজার চিকিৎসা শুরু করেন, তখন তিনি ভীষণ যন্ত্রণা পেয়েছেন। ফের তাঁর ইচ্ছার বিরুদ্ধে বাম চোখে জোড় করে লেজার প্রয়োগ করেন। এরপর তাঁর চোখে নানা সমস্যা দেখা দেয়। তিনি যেদিকে তাকান, পয়সার মতো একটা কালো ছায়া তার চোখের দৃষ্টিকে বাধাগ্রস্ত করছে।
ডা. মাহজাবিন জানান, পরে তিনি দেশে ও বিদেশে চোখের চিকিৎসক দেখালে তাঁরা বলেন—তাঁর চোখে ভুল চিকিৎসা হয়েছে।
সংবাদ সম্মেলনে দাবি করা হয়—মাত্র দেড় হাজার টাকার লোভে ডা. মাহজাবিনের দুই চোখে লেজার প্রয়োগের ফলে ৩০ শতাংশ রেটিনা নষ্ট করে দেওয়া হয়েছে। এ জন্য তিনি ডা. নাগের বিচার দাবি করেন।
উল্লেখ্য, গত আগস্টে ডা নাগের বিরুদ্ধে ময়মনসিংহের একটি আদালতে মামলা করেন মাহজাবিনের ভাই সামিউল হক সাফা। মামলাটি বর্তমানে বিচারাধীন আছে।