চুয়াডাঙ্গায় মাঙ্কিপক্স সন্দেহে আইসোলেশনে বৃদ্ধা
চুয়াডাঙ্গায় মাঙ্কিপক্স রোগী সন্দেহে এক বৃদ্ধাকে (৬০) আইসোলেশনে রেখেছে স্বাস্থ্য বিভাগ। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সম্প্রসারিত ভবনের তিনতলার একটি কক্ষে আজ শুক্রবার সকালে তাঁকে রাখা হয়।
ওই নারী চুয়াডাঙ্গা সদর উপজেলার বাসিন্দা।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা (আরএমও) এস এম ফাতেহ আকরাম জানান, গতকাল বৃহস্পতিবার শরীরে ফোসকা, সর্দি-জ্বর ও ব্যথা নিয়ে বহির্বিভাগে চিকিৎসা নিতে আসেন ওই বৃদ্ধা। বহির্বিভাগের চিকিৎসক ওয়াহিদ মাহমুদ রবিন তাঁকে ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে হোম আইসোলেশনে পাঠান। ফোসকার কারণ মাঙ্কিপক্স কিনা, তা জানতে আগামীকাল শনিবার মেডিকেল বোর্ড বসিয়ে রোগীর দেহ থেকে নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হবে।