ছাগলে গাছ খাওয়া নিয়ে হাতাহাতি, নিহত এক
শেরপুরের নকলা উপজেলায় ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে হাতাহাতির সময় পড়ে গিয়ে এক ব্যক্তি মারা গেছেন। আজ শনিবার সকাল ৮টার দিকে উপজেলার বানেশ্বর্দী ইউনিয়নের বাউসা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আজি মিয়া (৫০) ওই গ্রামেরই বাসিন্দা।
এ ঘটনায় আজি মিয়ার মেয়ে আফরোজা বেগমও আহত হয়েছেন। ঘটনায় জড়িত সন্দেহে দুই নারীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে।
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া নিহতের স্বজনদের বরাত দিয়ে বলেন, আজি মিয়ার সঙ্গে প্রতিবেশী ইসমাইল মিয়ার জমিজমা নিয়ে বিরোধ ছিলো। আজ সকালে ইসমাইলের ছাগল আজি মিয়ার একটি সুপারি গাছের পাতা খেয়ে ফেলে।
এ নিয়ে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এ সময় আজি মিয়া বিপক্ষের লোকজনের ধাক্কায় মাটিতে পড়ে যান। এবং ঘটনাস্থলেই তিনি মারা যান।
অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়। আজি মিয়া হাতাহাতির সময় আঘাতে মারা গেছেন, নাকি উত্তেজনাবশত হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন- তা নিয়ে দ্বিধা রয়েছে। ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।