ছাত্রদল নেতা সাব্বিরকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ
হবিগঞ্জ জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সদস্য মো. সাব্বির আহমেদকে গোয়েন্দা সংস্থার লোকেরা তুলে নিয়ে গেছে বলে জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রিজভী জানান, গতকাল সোমবার বিকেল ৫টায় হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার মিরপুর এলাকার নিজ বাড়ি থেকে তাঁকে তুলে নিয়ে যায়। সাব্বির আহমেদকে গোয়েন্দা সংস্থার লোকজন নিয়ে যাওয়ার সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
সাব্বিরকে নিয়ে যাওয়ার ঘটনায় পরিবারসহ এলাকাবাসী উদ্বিগ্ন ও আতঙ্কিত।
এদিকে সাব্বির আহমেদকে জনসমক্ষে হাজির করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি দাবি জানিয়েছেন রুহুল কবির রিজভী।