জাল টাকা ব্যবসায়ীর ১৪ বছর সশ্রম কারাদণ্ড
পিরোজপুরের ভাণ্ডারিয়ার জাকির হোসেন হাওলাদার নামে এক জাল টাকার ব্যবসায়ীকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে অর্থদণ্ড এবং অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারদণ্ড দেওয়া হয়।
আজ রোববার দুপুরে জেলা স্পেশাল ট্রাইব্যুনাল-২ আদালতের বিচারক এস এম নূরুল ইসলাম এ আদেশ দেন। জাকির হোসেন হাওলাদার (৪০) জেলার ভাণ্ডারিয়া উপজেলার ইকরি গ্রামের বাসিন্দা।
মামলার বিবরণীতে জানা যায়, ২০১৬ সালের ২৯ নভেম্বর ভাণ্ডারিয়া থানা পুলিশ ইকরি বাজার থেকে জাল টাকা কেনাবেচার সময়ে আসামি জাকির হোসেন হাওলাদারকে আটক করে। পরে তার দেওয়া তথ্যমতে তারই বাড়িতে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকার জাল নোট উদ্ধার করে পুলিশ। এরপর পুলিশ জাকিরকে আসামি করে থানায় মামলা করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ২০১৭ সালের ১৪ মে জাকির হোসেন হাওলাদারকে অভিযুক্ত করে মামলার চার্জশিট দেন। এ মামলায় সাক্ষীর সাক্ষ্য শেষে আদালতের বিচারক আজ আসামির উপস্থিতিতে এ রায় প্রদান করেন।