জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে চীনা নারী রংপুর হাসপাতালে ভর্তি
করোনাভাইরাসের কেন্দ্রস্থল চীনের এক নারী জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে আজ রোববার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।
অসুস্থ জিং জং (২৯) নীলফামারীর উত্তরা ইপিজেডে একটি চীনা কোম্পানিতে কর্মরত। তিনি গত ৪ ফেব্রুয়ারি বাংলাদেশে আসেন।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. রুস্তম আলী বলেন, ‘জিং জং গতকাল শনিবার অসুস্থ হয়ে পড়েন এবং আজ দুপুরে হাসপাতালে আসেন।’
চীনা নাগরিককে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডের করোনা ইউনিটে ভর্তির পর নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
ডা. রুস্তম আরো জানান, বিষয়টি রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানকে (আইইডিসিআর) জানানো হয়েছে। তারা রোগীর রক্ত ও অন্যান্য নমুনা নিতে আসবে।