জয়পুরহাটে করোনায় তিনজনের মৃত্যু, নতুন শনাক্ত ৭৫
জয়পুরহাটে গত ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে আরও ৭৫ জন। কঠোর বিধিনিষেধের ষষ্ঠ দিন বেশ কড়াকড়িভাবে পালিত হচ্ছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৮৩টি মামলায় ৪০ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
আজ মঙ্গলবার জেলা সিভিল সার্জন অফিস ও জেলা প্রশাসন সূত্রে এসব তথ্য জানা গেছে।
প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে আক্রান্ত শনাক্ত হয়েছে আরও ৭৫ জন। মোট ৫৩৩টি নমুনা পরীক্ষা করে এ ফলাফল পাওয়া গেছে। শনাক্তের হার ১৪ দশমিক ০৭ শতাংশ। অথচ রোজার ঈদের আগে জয়পুরহাট জেলায় করোনা শনাক্তের হার ছিল- মাত্র পাঁচ থেকে ছয় শতাংশ।
এদিকে প্রাণঘাতী করোনাভাইরাসের বিস্তারের ঊর্ধ্বগতি ঠেকাতে সীমান্ত জেলা জয়পুরহাটে কঠোর লকডাউনের ষষ্ঠ দিনে প্রশাসনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে কঠোর অবস্থানে। সকাল থেকে জেলা সদরসহ পাঁচটি উপজেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট পুলিশ, বিজিবি, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা টহল দিচ্ছে। প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বাইরে বের হয়ে ভ্রাম্যমাণ আদালতের মুখে পড়লেই গুনতে হচ্ছে জরিমানা।
সরকারি বিধিনিষেধ অমান্য করায় গত ২৪ ঘণ্টায় জয়পুরহাটে ১৮টি ভ্রাম্যমাণ আদালতের ৮৩টি মামলা করেছেন। এতে মোট ৪০ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। জেলা প্রশাসন সূত্রে এ তথ্য জানা গেছে।