ঝালকাঠিতে গাঁজাসহ গ্রেপ্তার দুজন জেলহাজতে
ঝালকাঠির নলছিটিতে র্যাবের হাত আটক দুই ‘মাদক কারবারিকে’ জেল হাজতে পাঠিয়েছেন আদালত। গতকাল শুক্রবার রাতে উপজেলার দপদপিয়া জিরো পয়েন্ট এলাকা থেকে তাঁদের আটক করে র্যাব। পরে তাঁদেরকে নলছিটি থানায় সোপর্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন বরিশাল কোতোয়ালি থানার দৌলতপুর এলাকার রহিম মীর (৩৪) ও কুমিল্লার ঘোষগাঁও এলাকার মো. মাহফুজুল ইসলাম সবুজ (৩১)। তাঁদের আজ শনিবার সকালে আদালতের মধ্যেমে কারাগারে পাঠানো হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দপদপিয়া জিরো পয়েন্ট এলাকায় অভিযান চালায় র্যাবের আভিযানিক দল। এ সময় ১২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়। তাঁরা দীর্ঘদিন ধরে গাঁজা কিনে বরিশাল ও ঝালকাঠি জেলার বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন।
এ ঘটনায় র্যাব-৮-এর ডিএডি মো. আব্দুল্লাহ বাদী হয়ে নলছিটি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, ‘র্যাবের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ সকালে তাঁদের ঝালকাঠি জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’