ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি মিজানুর, সাধারণ সম্পাদক সেলিম
ঝিনাইদহ জেলা প্রেসক্লাব নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমান (স্টাফ করেসপনডেন্ট, এনটিভি) ও সাধারণ সম্পাদক পদে শেখ সেলিম ( চ্যানেল আই, বাসস) পুনরায় নির্বাচিত হয়েছেন। আজ বুধবার বেলা ২টার দিকে শহরের ব্যাপারীপাড়ার নিজস্ব কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
এছাড়া সিনিয়র সহসভাপতি আলহাজ মো. শহীদুল ইসলাম (প্রধান সম্পাদক, দৈনিক নবচিত্র), সহসভাপতি আব্দুল হাই ( দৈনিক ভোরের ডাক), সহসভাপতি মো. রফিকুল ইসলাম মন্টু (বৈশাখী টেলিভিশন ), যুগ্ম সম্পাদক মাহফুজুর রহমান ( দৈনিক আমাদের নতুন সময়), জাফর উদ্দীন রাজু ( ডেইলি অবজারভার), কোষাধ্যক্ষ ওলিয়ার রহমান ( গাজী টেলিভিশন), সাংগঠনিক সম্পাদক আহমেদ নাসিম আনসারী ( যমুনা টেলিভিশন), সহসাংগঠনিক সম্পাদক শাহারিয়ার রহমান রকি ( মাছরাঙা টেলিভিশন), দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন ( বাংলা টিভি ), সাহিত্য ও ক্রীড়া সম্পাদক গিয়াস উদ্দিন সেতু (দৈনিক গণমুক্তি), আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শফিউল আলম লুলু ( দৈনিক সকালের সময়)।
কার্যনির্বাহী পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন মো. আলাউদ্দীন আজাদ ( সম্পাদক দৈনিক নবচিত্র), আজিজুর রহমান সালাম ( দৈনিক জনতা), শেখ মিজানুর রহমান ( সম্পাদক সাপ্তাহিক চলন্তিকা), শাহজামান ( সম্পাদক সাপ্তাহিক দিগন্ত বাণী), মো. নাসিম উদ্দিন ( দৈনিক আলোকিত বাংলাদেশ), অ্যাডভোকেট মনিরুল ইসলাম মিল্টন (দৈনিক সত্য খবর), এম শাহীদুজ্জামান মিঞা ( সাপ্তাহিক নির্বাণ), অ্যাডভোকেট ওয়াসিকুর রহমান (দৈনিক পল্লী বাংলা ) ও মো. রফিকুল আহমদ ওয়াইজ।
এর আগে আজ বেলা ১১টার দিকে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ক্লাব সভাপতি মিজানুর রহমান। বক্তারা সাংবাদিক নির্যাতনের কঠোর সমালোচনা করেন। সেইসঙ্গে অপসাংবাদিকদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে পেশাদার সাংবাদিকদের পাশে থাকার অঙ্গীকার করেন তারা।