টাঙ্গাইলের দুই পৌরসভায় সাত দিনের কঠোর বিধিনিষেধ
টাঙ্গাইল ও এলেঙ্গা পৌরসভায় আজ মঙ্গলবার থেকে সাতদিনের কঠোর বিধিনিষেধ জারি করা হয়েছে। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় জেলা প্রশাসন এ উদ্যোগ গ্রহণ করে।
জারিকৃত বিধিনিষেধ অনুযায়ী এ দুটি পৌরসভার কাঁচাবাজার ও ওষুধের দোকান ছাড়া সব ধরনের দোকান বন্ধ রয়েছে। এছাড়াও অটোরিকশা, ট্রাক ও বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। বিধিনিষেধ কার্যকর করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে। শহরের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসানো হয়েছে।
এদিকে, বিধিনিষেধ উপেক্ষা করে টাঙ্গাইল বাস টার্মিনাল থেকে বেশকিছু দূরপাল্লার বাস ছেড়ে যেতে দেখা গেছে। শহরের বিভিন্ন সড়কে কিছু ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইক চলাচল করছে। এ বিধিনিষেধ আগামী ২৮ জুন পর্যন্ত কার্যকর থাকবে।
জেলা সিভিল সার্জন কার্যালয় জানায়, গত ২৪ ঘণ্টার শেষ হিসাব অনুযায়ী দুইজনের মৃত্যু হয়েছে। নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ১২১ জন। এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১০১ জনে।