টাঙ্গাইলে অ্যাম্বুলেন্স-পিকআপভ্যানের সংঘর্ষে নিহত ৫
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধুসেতু মহাসড়কে অ্যাম্বুলেন্সের সঙ্গে পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন। আজ শনিবার সকালে মহাসড়কের হাতিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন অ্যাম্বুলেন্সের যাত্রী চট্টগ্রামের একই পরিবারের ফরিদা আক্তার ( ৩৫) ও তাঁর মেয়ে মারিয়া (১০) এবং বড় বোন ফেরদৌসি আক্তার (৪০), অ্যাম্বুলেন্সের চালক সিরাজগঞ্জের সাদ্দাম হোসেন (৩৫) ও সহকারী হাসান (৩০)। অ্যাম্বুলেন্সের যাত্রীদের মধ্যে একজন ক্যানসার রোগী ছিলেন। তাঁকে কেমো থেরাপি দিতে সিরাজগঞ্জের এনায়েতপুরে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজের উদ্দেশে যাচ্ছিল।
পুলিশ ও স্থানীয়রা জানান, উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী মাছভর্তি একটি পিকআপ ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সের চালকসহ তিনজন মারা যায়। আহত সাতজনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনালের হাসপাতালে নেওয়ার পর সেখানে আরও দুজনের মৃত্যু হয়। দুর্ঘটনায় অ্যাম্বুলেন্সটি দুমড়ে মুচড়ে আগুন ধরে যায়।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম জানান, নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।