টাঙ্গাইলে আলোচিত তিন হত্যাকাণ্ডের ঘটনায় মামলা
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় চাঞ্চল্যকর তিন খুনের ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করা হয়েছে। গতকাল শনিবার রাতে নিহত জামেলা বেগমের বড় ছেলের স্ত্রী শাহানাজ বেগম বাদী হয়ে ঘাটাইল থানায় এ মামলা করেন। তবে এখনও পর্যন্ত মামলার কোনো আসামি গ্রেপ্তার হয়নি।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম জানান, গতরাতে নিহত জামেলা বেগমের বড় ছেলের স্ত্রী শাহনাজ বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা করেন। লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আলোচিত হত্যাকাণ্ডের রহস্য দ্রুত উন্মোচন করা হবে।
গতকাল শনিবার টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দিঘর ইউনিয়নের কাশতলার খামারপাড়া এলাকা থেকে একটি বাসা থেকে দুই নারীসহ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহতরা হলেন ওই গ্রামের জয়েন উদ্দিনের স্ত্রী সুমি (৩০), জয়েনের মা জমেলা বেগম (৬৫) ও কালিহাতী উপজেলার সহবতপুর গ্রামের শাহজালাল (২৫)। এ ঘটনায় নিহত সুমির পাঁচ বছরের ছেলে সাথীকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি ঘটনাস্থল থেকে জব্দ করা হয়েছে।