টাঙ্গাইলে করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় ১৬ জনের মৃত্যু
করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে টাঙ্গাইল ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় ১৬ জনের মৃত্যু হয়েছে। টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. শাহাবুদ্দিন খান আজ বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন জানান, করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে সাত জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরও নয় জনের।
সিভিল সার্জন আরও জানান, টাঙ্গাইলে গত ২৪ ঘণ্টায় আরও ২৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪০ শতাংশ। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৪৯১ জন।
এদিকে, সরকারঘোষিত সাত দিনের কঠোর বিধিনিষেধ কার্যকর করতে টাঙ্গাইলে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে। ব্যবসাপ্রতিষ্ঠান ও দোকানপাট বন্ধ রয়েছে। জরুরি কাজ ও পণ্যবাহী পরিবহণ ছাড়া সব ধরনের যানবাহন বন্ধ রয়েছে।