টাঙ্গাইলে চাকা ফেটে মহাসড়কে উল্টে গেল তেলবাহী ট্রাক
টাঙ্গাইলে চলন্ত অবস্থায় চাকা ফেটে মহাসড়কে উল্টে গেছে সয়াবিন তেলবাহী একটি ট্রাক। আজ বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুরে ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু মহাসড়কের সদর উপজেলার আশেকপুর বাইপাস এলাকায় এই ঘটনা ঘটে। ট্রাকে থাকা সয়াবিন তেল মহাসড়কে পড়ে যান চলাচল বিঘ্নিত হচ্ছে।
তেলের ট্রাকচালক আতোয়ার বলেন, চট্টগ্রাম থেকে নওগাঁ যাওয়ার পথে টাঙ্গাইল বঙ্গবন্ধু মহাসড়কের আশেকপুর বাইপাস এলাকায় পৌঁছালে হঠাৎ ট্রাকের সামনের চাকা ফেটে যায়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি মহাসড়কের আইল্যান্ডের ওপর গিয়ে উল্টে যায়। ট্রাকটিতে সাড়ে ১১টন সয়াবিন তেল ছিল।
এলেঙ্গা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকটিকে দ্রুত সরিয়ে নেওয়ার ব্যবস্থা হচ্ছে। যান চলাচল স্বাভাবিক রাখতে মহাসড়কের যে অংশটুকু তেল ছড়িয়ে পড়েছে, সেখানে দ্রুত বালু দেওয়া হবে। মহাসড়ক যানজটমুক্ত রাখতে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী সকল পরিবহণকে আপাতত থ্রি হুইলারের যাতায়াতে ব্যবহৃত আন্ডারপাস ব্যবহারের সুযোগ দেওয়া হয়েছে। দুর্ঘটনার কারণে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়নি।