টাঙ্গাইলে থেমে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, চালক নিহত
টাঙ্গাইলের বাসাইল উপজেলার গুল্যা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে থেমে থাকা একটি ট্রাকে ধাক্কায় অপর ট্রাকের চালক মো. হোসেন আলী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিন জন। আজ মঙ্গলবার ভোরে ঘটনাটি ঘটে। নিহত ট্রাক চালকের বাড়ি ঠাকুরগাঁও সদরে বলে জানা গেছে।
এ ঘটনায় আহত তিনজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা হলেন নিহত চালকের সহকারী ঠাকুরগাঁও সদরের নিশিন্তপুর গ্রামের নাঈম হোসেন এবং ট্রাকটির দুই যাত্রী নওগাঁর ফারুক হোসেন ও জান্নাতুল।
টাঙ্গাইল ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গুল্যা এলাকায় একটি মালবাহী ট্রাক দাড়িয়ে ছিল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা ঠাকুরগাওগামী মালবাহী অপর একটি ট্রাক দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মালবাহী ট্রাকটির চালক হোসেন আলী নিহত হন। খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের একটি ইউনিট আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করে। নিহতের মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে।